কি মনে হয়? এই বডি কি এমনে এমনেই হইসে? পুশআপ দেয়াকি এতোই সহজ? হাইসো না ভায়া! বডি আমার ও আছে! কি হিংসা হয়? আমার মতো বডি বানাতে চাও? শত চেষ্টা করলেও আমার মতো হইতে পারবা না! বুঝলাম না! বডি বানাইতে যায়া দেখি মাসল ই নাই হয়া গেলো! নকল হইলেও, বডি আমার ও আছে! তোরে কে মারসে আমারে বল খালি!
0 Comments